Type Here to Get Search Results !

#in page push

দুঃস্থ ও অভাবীদের সাহায্যে দান-সদকা নিয়ে এগিয়ে আসা একটি মহৎ গুণ।

 দুঃস্থ ও অভাবীদের সাহায্যে দান-সদকা নিয়ে এগিয়ে আসা একটি মহৎ গুণ।



TufaniAnimator

প্রকাশ: 11 সেপ্টেম্বর 2024, 9.35


আল্লাহর ওপর ভরসা রাখা বিশ্বাসীদের জন্য অপরিহার্য। তবে ইসলাম একটি যুক্তিপূর্ণ ধর্ম, তাই আল্লাহর নামে অযৌক্তিক কাজ করা উচিত নয়। আল্লাহ আমাদের বুদ্ধি-বিবেচনা দিয়ে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ ভরসা বলে স্বেচ্ছায় আগুনে ঝাঁপিয়ে পড়া ইসলামের শিক্ষা নয়। ইসলামের অন্যতম সৌন্দর্য হলো সচেতনতা।

দুঃস্থ ও অভাবীদের সাহায্যে দান-সদকা নিয়ে এগিয়ে আসা একটি মহৎ গুণ। ইসলাম মানুষকে দান-সদকার প্রতি অসম্ভব উৎসাহিত করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে পেটভরে আহার করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে তো মুমিনই নয়। পবিত্র কোরআন ও হাদিসে দান-সদকার ফজিলত বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভঙ্গিতে বর্ণিত হয়েছে। একজন অভাবীর অভাব মোচন করতে গিয়ে নিজেকেই অভাবের শিকারে পরিণত করা থেকে ইসলাম আমাদের সতর্ক করেছে।

কোরআনের ভাষায়, ‘কৃপণের মতো তোমার হাত যেন গলায় বাধা না থাকে বা তোমার হাত যেন সম্পূর্ণ খোলা না থাকে, থাকলে তোমার নিন্দা হবে। তুমি সব খুইয়ে ফেলবে।’ (সুরা বনী ইসরাঈল, আয়াত: ২৯)

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad