নামাজে রাকাত নিয়ে সন্দেহ হলে কী করবেন
প্রকাশ: 15 সেপ্টেম্বর 2024, 8.10
নামাজ মনোযোগের সঙ্গে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ পড়ার সময় ভুল করা উচিত নয়, তবে মানুষ মাত্রই ভুল করে। নামাজ আদায়ের সময় কত রাকাত পড়া হয়েছে তা নিয়ে বিভ্রান্তি হতে পারে। যেমন, জোহরের ৪ রাকাত সুন্নত নামাজের মধ্যে যদি হঠাৎ মনে হয় কত রাকাত পড়া হয়েছে - ২ রাকাত নাকি ৩ রাকাত? তখন কী করা উচিত?
তিরমিজি শরিফে একটি হাদিসে এই সমস্যার সমাধান দেওয়া হয়েছে। হাদিস অনুযায়ী, যদি নামাজের মধ্যে এমন সংশয় হয়, তাহলে সন্দেহের রাকাত বাদ দিয়ে নিশ্চিত রাকাত ধরে নামাজ চালিয়ে যেতে হবে এবং শেষে সাহু সিজদা করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।
আবদুর রহমান ইবনে আওফ (রা.) বর্ণনা করেছেন, ‘আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তোমাদের কেউ নামাজে ভুল করে এবং বুঝতে না পারে সে এক রাকাত, দুই রাকাত না তিন রাকাত আদায় করেছে। তখন সে দুই রাকাতকে ভিত্তি ধরবে। আর যদি তিন রাকাত না চার রাকাত আদায় করেছে সেটি বুঝতে না পারে, তবে তিন রাকাতকে ভিত্তি ধরবে। এ ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুই সেজদা করতে হবে। (তিরমিজি, ৩৯৮)