রোনালদোর ১০০০ গোলের স্বপ্ন: বাস্তবতা নাকি কল্পনা?
TufaniAnimator
প্রকাশ: 07 সেপ্টেম্বর 2024, 7.50
৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো | এএফপিক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এবং পারফরম্যান্সের মধ্যে বৈপরীত্য, তাঁর ক্যারিয়ারের মধ্যগগণ এবং সায়াহ্নবেলা, স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে বৈপরীত্য ফুটবলপ্রেমীদের চোখে পড়ে।
জার্মানিতে গত জুন ও জুলাই মাসে ২০২৪ সালের ইউরো থেকে যে মাইলফলকের খুব কাছে দাঁড়িয়ে ছিলেন রোনালদো, গত পরশু সেটাতে পৌঁছালেন তিনি। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩৪ মিনিটে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন পর্তুগিজ তারকা। নুনো মেন্দেসের ক্রস থেকে গোলটি করে রোনালদো আবেগপ্রবণ হয়ে পড়েন। পর্তুগালের ২–১ ব্যবধানের জয়ে এটিই ছিল দলের দ্বিতীয় গোল।
ফিফার হিসাব অনুযায়ী, রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোল করার কীর্তি গড়েছেন। রোনালদো বলেছেন, তাঁর স্বপ্ন এখন প্রথম ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোল করা।
রোনালদো কি পারবেন তাঁর স্বপ্ন পূরণ করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঠে এসেছে তাঁর ক্যারিয়ার, পারফরম্যান্স এবং বয়সের বৈপরীত্য। রোনালদোর বয়স এখন ৩৯ বছর। ফুটবল বিশ্বে আলোচনা চলছে—কবে ফুটবলকে বিদায় বলবেন পর্তুগিজ তারকা? সম্প্রতি তিনি নিজেও অবসর নিয়ে কথা বলতে শুরু করেছেন, যা তিনি আগে কখনোই করতে চাননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে যেমন বলেছেন, কবে অবসর নেবেন, সেটা কাউকে জানিয়ে নেবেন না রোনালদো।
এই বয়স এবং আলোচনার মধ্যেই রোনালদো অন্য যেকোনো সময়ের চেয়ে ম্যাচপ্রতি বেশি গোল করছেন, যা তিনি ক্যারিয়ারের মধ্যগগণেও করতে পারেননি। রোনালদো ৯০০ গোলের মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১২৩৪ ম্যাচ, ম্যাচপ্রতি গড় ০.৭২। ৮০০ থেকে ৯০০ গোল করতে তিনি সময় নিয়েছেন প্রায় ৩ বছর। ৮০০তম গোলটি করেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে, তখনো তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন।
কিন্তু ২০২২ সালের শুরুর দিকেই রোনালদো ইউনাইটেডে ব্রাত্য হয়ে পড়েন। অনেকেই তখন তাঁর ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছিলেন। তবে রোনালদো কি এত সহজে হার মানার মানুষ! তাই নিজের ক্যারিয়ার বাঁচাতে ২০২২ কাতার বিশ্বকাপের পর তিনি যোগ দেন সৌদি আরবের আল নাসর ক্লাবে।
সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের দ্বিতীয় সেরা গড়ে গোল করছেন। ক্লাবটির হয়ে ৭২ ম্যাচে তিনি ৬৮টি গোল করেছেন, যা ম্যাচপ্রতি ০.৯১ গোল। এই ছন্দই হয়তো তাকে হাজার গোলের মাইলফলকের স্বপ্ন দেখাচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে রিও ফার্ডিনান্ডের সঙ্গে কথোপকথনে রোনালদো বলেছেন, ‘আমি ১০০০ গোল করব। আমি এই মাইলফলকে পৌঁছাতে চাই। আমার বয়স তখন কত হবে? সম্ভবত ৪১ বছর, আমি ঠিক জানি না…আমি যদি পৌঁছাতে পারি, এটাই হবে ফুটবলে আমার সবচেয়ে বড় মাইলফলক। সেখানে পৌঁছানোটাই আমার চ্যালেঞ্জ।’
কবে বা কয় ম্যাচের মধ্যে মাইলফলকটিতে পৌঁছাতে চান, তা নির্ধারণ করেননি রোনালদো। তবে ফার্ডিনান্ডের সঙ্গে আলোচনায় তিনি পরিষ্কার করেছেন যে, তিনি ৪১ বছর বয়সের মধ্যে এটি করতে চান। হিসাব বলছে, আল নাসরে গোলগড় যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে তার তিন মৌসুম লাগবে। তার ক্যারিয়ারের বর্তমান হিসাব অনুযায়ী, ১০০ গোল করতে রোনালদোর ১১০ ম্যাচ লাগবে। সৌদি আরবের ক্লাব আল নাসর এক মৌসুমে কমপক্ষে ৪৫টি ম্যাচ খেলে। সৌদি কাপ আর এশিয়ান চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারলে সংখ্যাটা আরও বেশি হবে।
রোনালদো যদি পর্তুগাল দলের হয়ে খেলা চালিয়ে যান, তাহলে আগামী তিন বছরে তিনি উয়েফা নেশনস লিগ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন। তাঁর ১০০০ গোলের রেকর্ডের সম্ভাবনা নিয়ে একটি পরিসংখ্যান দেওয়া যেতে পারে। ৩০ বছর বয়সের পর থেকে রোনালদোর গোলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর ৩০তম জন্মদিনের আগে, তিনি ৭১৮ ম্যাচে ৪৬৩টি গোল করেছিলেন। ত্রিশের পর তিনি ৫১৮ ম্যাচে ৪৩৭টি গোল করেছেন, যা প্রতি ম্যাচে ০.৮৩ গোলের গড়। এই গড়ে গোল করলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে রোনালদোর আরও ১২০টি ম্যাচ লাগবে।
তাহলে হিসাব কী বলছে? রোনালদোর শারীরিক সক্ষমতা বিবেচনায়, তিনি আরও তিন বছর খেলা চালিয়ে যেতে পারবেন। এই সময়ে তিনি ১১০ থেকে ১২০টি ম্যাচ খেলতে পারবেন। এই ১২০টি ম্যাচে যদি তিনি কাছাকাছি চলে যান, তাহলে তাঁর মনের জোর এবং দৃঢ় সংকল্পের কারণে, তিনি আরও একটি মৌসুম খেলে নিজের স্বপ্ন পূরণ করবেন।
রোনালদোর লক্ষ্য ১০০০ গোল করা, এবং তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স এবং শারীরিক সক্ষমতা দেখে মনে হচ্ছে তিনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন।