Type Here to Get Search Results !

#in page push

দানশীলতার উজ্জ্বল উদাহরণ: হজরত আবু তালহা (রা.)

 দানশীলতার উজ্জ্বল উদাহরণ: হজরত আবু তালহা (রা.)



TufaniAnimator

প্রকাশ: 08 সেপ্টেম্বর 2024, 7.40

মদিনার আনসার সাহাবিদের মধ্যে হজরত আবু তালহা (রা.) ছিলেন ধনী। তিনি মসজিদে কুবার পাশের এলাকায় থাকতেন, যেখানে তাঁর একটি সুন্দর বাগান ছিল, যার নাম বাইরুহা। সেখানে অসংখ্য খেজুরগাছ ছিল। এক সময় পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত নাজিল হলো, যেখানে আল্লাহ বললেন, ‘যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে, তোমরা পুণ্য লাভ করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তো সে সম্পর্কে ভালোভাবেই জানেন।’

এই আয়াত নাজিল হওয়ার পর আবু তালহা (রা.) নবী করিম (সা.)–এর কাছে ছুটে গেলেন এবং বললেন, ‘হে আল্লাহর রাসুল, আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় জিনিস থেকে ব্যয় করার আদেশ দিয়েছেন।’ তিনি আরও বললেন, ‘বাইরুহা আমার সবচেয়ে প্রিয় বাগান। আজ থেকে এ বাগানের মালিক আপনি। হে আল্লাহর রাসুল, আপনি যেভাবে চান, যেভাবে আল্লাহ হুকুম করেন, আপনি এ বাগান এবং বাগানের সম্পদকে সেভাবে ব্যবহার করতে পারবেন।’

রাসুল (সা.) আবু তালহা (রা.)–এর কথা শুনে বললেন, ‘তুমি এই বাগানকে তোমার পরিবারের জন্য ব্যয় করো।’

আবু তালহা (রা.) রাসুল (সা.)–এর পরামর্শ মেনে নিলেন এবং বাগানটিকে তিন ভাগে ভাগ করলেন: একটি অংশ পরিবারের জন্য, একটি আত্মীয়স্বজনের জন্য, এবং একটি বড় অংশ নিজের গোত্রের জন্য।

হজরত আবু তালহা (রা.)–এর এই ঘটনার তিনটি তাৎপর্য:

১. সাহাবিরা তাঁদের সবচেয়ে প্রিয় জিনিস দান করতে উৎসুক ছিলেন।

২. রাসুল (সা.) চাইতেন না তাঁর সাহাবিরা দারিদ্র্যের মধ্যে দিনযাপন করুক।

৩. কাউকে দান করতে হলে নিজের সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হবে।

অনেকেই দান করতে গিয়ে সবচেয়ে পুরোনো বা পরিত্যাজ্য জিনিস দান করেন। এটি প্রকৃত দানশীলতার পরিচয় নয়। প্রকৃত দান হলো সেই যা দান করতে গিয়ে ত্যাগের অনুভূতি তীব্রতর হয়।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad